চন্দ্রঘোনা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ

64

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পাশের জায়গা দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমান আদালত। রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে নির্মিত টিনের ঘর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে গত ১৬ জানুয়ারি সন্ধ্যায় গুড়িয়ে দেয়া হয়েছে অবৈধ স্থাপনাটি।
আদালতে ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন নির্বাহী হাকিম ও রাঙ্গুনিয়ার এসিল্যান্ড পূর্বিতা চাকমা। আদালতকে সহযোগিতা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশেরে একটি টিম। আদালত সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় এলাকার জনৈক আহমদ কবির সওজ’র জায়গা দখল করে টিনের ঘেরা দিয়ে ভেতরে পাকা স্থাপনা নির্মাণ করছিলেন। অভিযানে সরকারি জায়গা দখল করে নির্মিত স্থাপনাটি ভেঙে গুড়িয়ে দেয়া হয়। কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়া অংশে নির্মানাধীন অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট পূর্বিতা চাকমা জানান।