চন্দ্রঘোনায় শ্লীলতাহানীর চেষ্টায় ব্যবসায়ী আটক

7

রাঙ্গুনিয়া প্রতিনিধি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ার প্রয়াত যুদ্ধাআহত মুক্তিযোদ্ধা রবাট রোনাল্ট পিন্টর বাড়ীর পাশের জায়গা অবৈধভাবে দখলে নিয়ে সিমেন্টের বস্তা দিয়ে প্রাচির নির্মাণ কাজ করার প্রতিবাদে বাধা দিলে প্রতিপাক্ষ ব্যবসায়ী প্রদীপ কুমার দাশ তাড় লোকজন দিয়ে যুদ্ধাআহত মুক্তিযোদ্ধার ছেলের স্ত্রী পপি মারমাকে মারধর ও শ্লীলনতাহানীর চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার চন্দ্রঘোনা মিশন এলাকায়।
এ ঘটনায পপি মারমা বাদি হয়ে কাপ্তাই থানায় মামলা করে। মামলা নং০২ ২১.০৯.২২। অভিযোগে পুলিশ ১নং আসামি প্রদীপ কুমারকে ঐ দিনই গ্রেফতার করে রাঙ্গামাটি জেল হাজতে প্রেরণ করেন। কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, দীর্ঘদিন যাবত জায়গা নিয়ে তাদের মাঝে বিরোধ চলে আসছে। বাদিকে মারধর ও শ্লীলতাহানীর চেষ্টার অভিয়োগে গ্রেফতার করা হয়েছে।