চন্দ্রঘোনায় শুভ বড়দিন উদ্যাপন

7

রাঙ্গুনিয়া প্রতিনিধি

খ্রিষ্টিয়ান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড় দিন নানা আনুষ্ঠানিকতায় পালন করেছে রাঙ্গুনিয়া ও কাপ্তাইয়ের চন্দ্রঘোনা খ্রিষ্টান পল্লীর বাসিন্দারা। গত রবিবার সকালে চন্দ্রঘোনা ব্যাপ্টিস্ট চার্চ সংঘের আয়োজনে মিশন হাসপাতাল সংলগ্ন চার্চে সমবেত প্রার্থনা, খ্রিস্ট সংগীত পরিবেশন এবং কেক কাটা হয়। চার্চের পালক রেভারেন্ট সখরিয় বৈরাগী সমবেত প্রার্থনা পরিচালনা করেন। কেক কাটা উদ্বোধন করেন হিড বাংলাদেশ অপারেশন ডিরেক্টর ডা. সুবীর খিয়াং। চার্চের সাধারণ সম্পাদক বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, বিবিসিএস কাউন্সিলর মাসংফ্রু, হাসপাতালের আমেরিকান চিকিৎসক জোনাথন এগল প্রমুখ। তাছাড়া চন্দ্রঘোনা কুষ্ঠ আশ্রম চার্চে সমবেত প্রার্থনা ও খ্রিস্ট সংগীত পরিবেশন করা হয়। এছাড়া চন্দ্রঘোনা খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং এর উদ্যোগে বড় দিন উপলক্ষে এক মিলনমেলার আয়োজন করে তার বাসভবনে। রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুসাইন চৌধুরী, কর্ণফুলী পেপার মিলের ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার সরকার, রাঙামাটি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের সহধর্মিনী রিপা চাকমা, সাবেক জেলা পরিষদ সদস্য মো. রুবায়েত, রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহনেওয়াছ পিপিএম বিপিএম, কাপ্তাইয়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, বিলাইছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন, কাপ্তাই থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সভাপতি আকাশ আহম্মদ, সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির প্রমুখ অনুষ্ঠানে যোগ দেন।