চন্দ্রঘোনায় চোলাই মদসহ আটক ১

6

কাপ্তাই প্রতিনিধি

কাপ্তাই উপজেলাধীন রাইখালী ফেরিঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ইঞ্জিনের ভেতরে অভিনব কায়দায় চোলাই মদ পাচারকালে চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে। সে সাথে মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিকেও আটক করা হয়েছে গত ২০ জানুয়ারি সন্ধ্যায়। আটককৃত মো. শাহাদাত হোসেন (২৫) রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাট এলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মো. ইকবাল বাহার চৌধুরী। সূত্রে জানা যায়, এসআই বিকাশ বড়ুয়ার নেতৃত্বে এসআই মাহবুব, এএসআই আবু জাফর বেপারী ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাদক উদ্ধারের নিমিত্তে নিয়মিত তল্লাশী অভিযান পরিচালনার সময় রাইখালী ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানান, রাইখালী ফেরিঘাট এলাকায় নিয়মিত গাড় তল্লাশী করার সময় আটককৃত সিএনজির পিছনের ইঞ্জিনের পাশের ফাঁকা জায়গায় রাখা ২ টি বস্তা ভর্তি ছোট পলিথিনের পোটলায় ৮০ লিটার চোলাই মদ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার টাকা। আটক ব্যক্তির বিরূদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।