চন্দ্রঘোনায় ইউপি নির্বাচন আজ

7

কাপ্তাই প্রতিনিধি

শিল্প এলাকা হিসেবে পরিচিত কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ (বুধবার)। এখানে এই প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন- ইভিএম এ ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার।
২ চেয়ারম্যান প্রার্থীসহ ২১ জন সাধারণ সদস্য এবং ১৩ জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী এই নির্বাচনে অংশ নিচ্ছেন। ইতোমধ্যে ২ জন ইউপি সদস্য প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশনসূত্রে জানা গেছে, এই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১০ হাজার ১৬০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬৭২ জন।
নির্বাচনে চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের টিকেটে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন সাবেক ছাত্রনেতা ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও সাবেক চেয়ারম্যান বিপ্লব মারমা অংশ নিচ্ছেন।
নির্বাচনে তারা দুইজনই জয়ের ব্যাপারে আশাবাদী।
গত সোমবার মধ্যরাত থেকে শেষ হয়েছে নির্বাচনী প্রচার-প্রচারণা। এদিকে গতকাল মঙ্গলবার বৃষ্টি উপেক্ষা করে দুপুর থেকে উপজেলা নির্বাচন অফিসে প্রিসাইডিং অফিসারদের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যদের পাহারায় ভোট সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, প্রথমবারের মতো কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তাই গত ১৩ জুন এই ইউনিয়নে মক (পরীক্ষামূলক) ভোট অনুষ্ঠিত হয়েছে। যাতে ভোটাররা ইভিএম পদ্ধতিতে কিভাবে ভোট দিবেন, সে বিষয়ে ধারণা পেতে পারে। তিনি জানান, প্রতিটি কেন্দ্রে ৫ জন পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য মোতায়েন থাকবে। এছাড়া ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিজিবি ও পুলিশের একাধিক মোবাইল টিম আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করবেন। ৯ জন প্রিসাইডিং অফিসার, ৩৩ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও ৬৬ জন পোলিং অফিসারের নেতৃত্বে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান জানান, নির্বিঘ্নে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করতে পারে সেজন্য প্রশাসন বদ্ধ পরিকর।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব ও কাপ্তাই থানার ওসি জসিম উদ্দিন জানান, প্রতিটি কেন্দ্রে পুলিশ সদস্যরা দায়িত্ব পালনের পাশাপাশি পুলিশের একাধিক টিম নির্বাচনী কেন্দ্রে পাহারায় থাকবে।