চন্দনাইশ রৌশনহাটে সড়ক বিভাগের জায়গা উদ্ধার

20

চন্দনাইশ প্রতিনিধি

দোহাজারী সড়ক ও জনপথ বিভাগের জায়গায় অবৈধভাবে দীর্ঘদিন যাবত দোকান নির্মাণ করে ব্যবসা করে আসছিল একটি প্রভাবশালী মহল। গত ১৫ সেপ্টেম্বর সহকারী কমিশনার (ভ‚মি) জিমরান মো. সায়েদের নেতৃত্বে সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. রাফিজ বিন মনজু, কার্য-সহকারী আবদুল নুর, ওয়ার্ক সুপার ভাইজার শ্যামল জুতি চাকমা, নকশাবীদ মোক্তাদির মাওলা, সার্ভেয়ার সুভাশীষ চাকমা, চন্দনাইশ থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে স্কেভেটর দিয়ে রৌশনহাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গায় নির্মিত ২টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে। ফলে সড়ক বিভাগের ৪শ এর অধিক জায়গা অবমুক্ত হওয়ায় কোটি টাকারবেশি সম্পদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা।