চন্দনাইশ বৈলতলীতে নুরুল হকের স্মরণ সভা

9

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেছেন, বাংলাদেশ আ.লীগ সৃজনশীল, সৃষ্টিশীল রাজনৈতিক দল। সে দলের নেতা ছিলেন এসএম নুরুল হক। তিনি তার কর্মগুণে মৃত্যুর পরেও মানুষের কাছে স্মরণীয় হয়ে রয়েছেন। নুরুল হক মনে করতেন, মানুষের সেবা করা ইবাদতের সামিল। তাই বিভিন্ন শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে সমাজকে আলোকিত করার চেষ্টা করেছেন মৃত্যুর পূর্ব মুহুর্ত পর্যন্ত। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি একজন বাঙালি, মানুষ, মুসলমান ও রাজনৈতিক কর্মী। কিন্তু হেফাজত নেতারা মানুষ ও মুসলমান পরিচয় ধারণ করে জামায়াতের সহযোগিতায় তারা যে তান্ডব চালিয়েছেন তা সাধারণ মানুষ দেখেছেন। বোমা হামলা করে মানুষ হত্যার মধ্য দিয়ে নিজেদের পাপের পাল্লা যারা ভারী করেছে, তাদের বিচার হবে ইহকালে। দলকে যারা বেচাকেনা করছে, প্রতীককে অবমাননা করছে তাদের দল করার প্রয়োজন নেই। নুরুল হকের মতো ত্যাগী নেতাদের মূল্যায়নের সময় এসেছে। গত ১১ জুন বিকালে বৈলতলী মির্জাবাড়িতে শিক্ষাবিদ ও উপজেলা আ.লীগের অর্থ সম্পাদক এসএম নুরুল হকের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে খতমে কোরআন, মিলাদ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৈলতলী ইউনিয়ন স্বেচ্ছা-সেবকলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি শহীদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছা-সেবকলীগের সভাপতি, সাতকানিয়ার পৌর মেয়র মো. জোবায়ের, বিশেষ আলোচক ছিলেন, দক্ষিণ জেলা স্বেচ্ছা-সেবকলীগের সাধারণ সম্পাদক, বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মো. গালিব সাদলী। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে ইউপি চেয়ারম্যান আনোয়ার মোস্তফা চৌধুরী দুলাল, নুরুল আলম বাচা, দক্ষিণ জেলা স্বেচ্ছা-সেবকলীগের সহ-সভাপতি যথাক্রমে চেয়ারম্যান এমএ হাশেম, সেলিম হোসেন, নুরুল আবছার তালুকদার, চন্দনাইশ প্রেসক্লাব সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, আ.লীগ নেতা কবির আহমদ সওদাগর, আবুল হোসেন, লেখক সামশুল আরেফিন। এরফান সাদেক শুভ’র সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, উপজেলা স্বেচ্ছা-সেবকলীগের যুগ্ম আহব্বায়ক মফিজুর রহমান বাহাদুর, প্রবীণ দাশ সুমন, সমাজকর্মী আবু বক্কর, ফয়সল মো. ইব্রাহীম, সংগঠক আশিক এলাহী মুন্না, স্বেচ্ছা-সেবকলীগ নেতা সফিউল আলম, জনি বড়ুয়া, শাহাদাত হাসান তানজু, নুরুল আলম আজাদ, সরোয়ার কামাল, জাহিদুল ইসলাম নেছার, মোস্তাফিজুর রহমান, বৈরাম খান রিটু, হেলাল উদ্দিন, মো. শাহজাহান, এস আই মিন্টু, ছাত্রলীগ নেতা আজিজুল হক চৌধুরী রিপন, যুবলীগ নেতা সিরাজুল ইসলাম প্রমুখ। সভায় বৈলতলী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন এসএম নুরুল হকের নামে করার দাবি তোলেন বক্তারা।