চন্দনাইশ বৈলতলীতে আপনার ওসি আপনার পাশে

34

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুছ মার্কেট সংলগ্ন কমিউনিটি সেন্টারে ‘আপনার ওসি আপনার পাশে’ অনুষ্ঠানে এলাকার ব্যবসায়ী, হতদরিদ্র বিভিন্ন ব্যাক্তির অভিযোগ সরাসরি শুনেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী। এ সময় ৪ জন ব্যাক্তির অভিযোগ শুনে অনুষ্ঠান স্থলে জিডি গ্রহণ করা হয়।
তাছাড়া ৮৫ বছরের বিজয় মোহন নাথ নামের ব্যক্তি অর্থাভাবে চিকিৎসা করতে না পারায় তাকে তাৎক্ষনিক চক্ষু চিকিৎসকের নিকট নিয়ে যায়। সে সাথে চোখের চিকিৎসা বাবদ সকল খরচ অফিসার ইনচার্জ নিজে করার সিদ্ধান্ত দেন। গত ২৮ ডিসেম্বর সকালে উপজেলা বৈলতলী ইউনিয়ন পরিষদ সংলগ্ন কমিউনিটি সেন্টারের চেয়ারম্যান আনোয়ার মোস্তাফা চৌধুরী দুলালের সভাপতিত্বে ‘আপনার ওসি আপনার পাশে’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।
আলোচনায় অংশ নেন, এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মাহবুবুল আলম আকন্দ, ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. আবুল হোসেন। তাছাড়া ১০ জনের অধিক ব্যক্তি তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে সরাসরি বক্তব্য রাখেন। থানা অফিসার ইনচার্জ বক্তাদের বক্তব্য শুনে তাৎক্ষনিক কিছু সমস্যার সমাধান দেন। অনুষ্ঠানস্থলে তাৎক্ষনিক ৪টি জিডি গ্রহণ করে পুলিশের সেবার নমুনা উপস্থাপন করেন। এভাবে প্রতিটি ইউনিয়নে পর্যায়ক্রমে এ কার্যক্রম অব্যাহত রাখবেন বলে তিনি জানান।