চন্দনাইশ বরকলে কিশোর গ্যাং প্রতিরোধে সংবাদ সম্মেলন

58

চন্দনাইশ উপজেলার বরকল এলাকায় একটি কিশোর গ্যাং দল বিভিন্ন এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, ইয়াবা সেবন, বিক্রিসহ বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রম প্রতিরোধে সংবাদ সম্মেলন করেছেন বরকল ইউপি চেয়ারম্যান ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান। গত ১৬ মে সন্ধায় বরকলস্থ তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে বলেন, বরকলের বিভিন্ন এলাকায় বিগত ২ বছরধরে ছাত্রলীগ নামধারী মামুনের নেতৃত্বে ২৫-৩০ জনের একটি কিশোর গ্যাং পরিষদের উত্তর পার্শে ঔষধ কোম্পানির লোক থেকে টাকা ছিনতাই, সুচিয়া হরি মন্দিরের পাশে এসএসসি পরীক্ষার্থীর মাথায় ইস্ক্রু ড্রাইভার ঢুকিয়ে দেয়া, পথচারী আইবানকে নির্যাতন, বরকলের মহসিনের পরিবারের উপর হামলা, মৌলভী বাজার প্রকাশ্যে অস্ত্র উচিয়ে মুরাদ ও তৌহিদকে মারধর, কানাইমাদারীর পশু ডাক্তার জাহাঙ্গীরকে চাঁদা বাদীতে মারধরসহ ১২টি ঘটনার বর্ণনা দেন। বর্তমানে এ গ্যাং এর ৪ জন জেল হাজতে আটক রয়েছে। তাদের অপরাধ মূলক কার্যক্রম থেকে মুক্তির চেয়ে স্বরাষ্টমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, ডিআইজি, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানান। এ ব্যাপারে তিনি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের সু-দৃষ্টি কামনা করেছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুদ্দিন, সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, মুক্তিযোদ্ধা যথাক্রমে, সোলাইমান খান, ছাদেক আবদুল মুহি, আইন শৃঙ্খলা কমিটির সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী,সাধারণ সম্পাদক নিবু বড়–য়া, আনছারুল হক, দিদারুল রশিদ, সরোয়ার কামাল বাবুল, ইমরান খান বাহাদুর, শিহাব উদ্দিন, ইউপি সদস্য যথাক্রমে আহমদ হোসেন, জামাল উদ্দিন, দিলীপ ভট্টাচার্য্য, রাশেদ, টিপু, মুরাদ, রাসেল,নাছির উদ্দিন প্রমুখ।