চন্দনাইশ পশ্চিম চর-বরমা পিপিএস মডেল স্কুল এখনো পানির নিচে

26

চন্দনাইশ উপজেলার পশ্চিম চর-বরমা এলাকার এনজিও পল্লী প্রগতি সংস্থা পরিচালিত পিপিএস মডেল প্রাথমিক বিদ্যালয়টি চলতি বছর জুলাই মাস থেকে অদ্যবধি পানির নিচে। ফলে যথাযথভাবে শ্রেণি কার্যক্রম বা পাঠদান হচ্ছে না। পিএসসি পরীক্ষার্থীদের অভিভাবকেরা উদ্বিগ্ন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পশ্চিম চর-বরমা পিপিএস মডেল প্রাথমিক বিদ্যালয়টি চলতি বছর জুলাই মাসের ১ম সপ্তাহ থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ হয়ে অদ্যবধি পানির নিচে তলিয়ে রয়েছে। ফলে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম যথাযথভাবে না হওয়ায় উদ্বিগ্ন রয়েছে পিএসসি’র পরীক্ষার্থীদের অভিভাবকসহ সকলে। বিদ্যালয় পরিচালনাকারী এনজিও পল্লী প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক নুরুল হক জানান, ২০০৫ সালে বিদ্যালয়টি স্থানীয়দের অনুরোধে স্থাপন করা হয়। ইতোমধ্যে ৪ টি ব্যাচ পিএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। চলতি বছর পিএসসিতে ২৪ জন পরীক্ষার্থী রয়েছে। এবছর বন্যার পর থেকে পার্শ্ববর্তী কালভার্টটি ভেঙ্গে যাওয়ায় পানি নিষ্কাশন বন্ধ থাকায় বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম পরিচালনা করা সম্ভব হচ্ছে না। পার্শ্ববর্তী একটি ক্লাব ঘরে শিফটিং পদ্ধতিতে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শ্রেণি কার্যক্রম চলছে। পানি নিষ্কাশন ব্যবস্থা করার পর স্থানীয়দের সহায়তায় বিদ্যালয়টি পুনরায় পুরোদমে চালু করা হবে বলে তিনি জানান। চন্দনাইশ প্রতিনিধি