চন্দনাইশ ধোপাছড়ি ক্যাম্পপাড়া সড়কের কালভার্ট ধসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন

26

চন্দনাইশ উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা ধোপাছড়ি বাজার-ক্যাম্পপাড়া সড়কের কালভার্ট ধ্বসে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে এ এলাকার সাধারণ মানুষের চলাচলে ভোগান্তির শিকার হতে হচ্ছে। দেখার যেন কেউ নাই। সম্প্রতি বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুল’র প্রভাবে ৩ দিনের বৃষ্টিপাতের কারণে গত ১০ নভেম্বর গভীর রাতে সড়কটির একাংশ ব্রিজসহ ধোপাছড়ি খালে ধ্বসে পড়ে বলে স্থানীয়রা জানান। সড়কের একাংশ ও ব্রিজটি ধ্বসে পড়ায় ক্যাম্পপাড়ার সাথে ধোপাছড়ি বাজারের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ধোপাছড়ি ইউনিয়ন শ্রমিকলীগ নেতা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সড়কের প্রায় ১শ মিটারের মতো ধ্বসে পড়ায় এলাকার জনসাধারণ, স্কুলের ছাত্রছাত্রী, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা চরম দূর্ভোগে পড়েছেন। ক্যাম্পপাড়া এলাকার প্রায় ২ শতাধিক পরিবারের লোকজন এ সড়ক দিয়ে যাতায়ত করে থাকে। সড়কের এ অংশটি দ্রæত সংস্কার করা না হলে বিদ্যালয় এবং হাসপাতালে আসা-যাওয়া কষ্ট সাধ্য হয়ে পড়বে। ইউপি সদস্য মো. শাহ আলম বলেছেন, ধ্বসে পড়া সড়কটি ধোপাছড়ি বাজারের সাথে চামাছড়ি মাঝেরপাড়ার সাথে সংযুক্ত। প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ সড়কটি খুবই জন গুরুত্বপূর্ণ। এ সড়কটি হাসপাতাল ছাড়াও ধোপাছড়ি বনবিট অফিসের সাথেও সংযুক্ত রয়েছে। সড়কটি সংস্কারের জন্য তিনি সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রেজাউন নবী বলেছেন, ধোপাছড়িতে সড়কের একাংশ খালে ধ্বসে পড়ার বিষয়ে জেনে সরেজমিনে পরিদর্শন করে পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানান।