চন্দনাইশ ছাত্র সমিতির উদ্যোগে চারা বিতরণ

49

চটগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, নিজেকে রক্ষার করার জন্য প্রত্যেক ব্যক্তিকে প্রতি বছর চারা রোপন করতে হবে। সমাজ বিনির্মাণে সুস্থ থাকতে বৃক্ষরোপণের বিকল্প নেই। বৃক্ষ আমাদের অক্সিজেন দিয়ে জীবন বাঁচানোর সহায়ক হিসেবে কাজ করে যাচ্ছে। গত শনিবার চন্দনাইশ ছাত্র সমিতির উদ্যোগে চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন চটগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বোরহান উদ্দীন গিফারির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য আবু আহমদ জুনু, এডিশনাল পিপি এড. দেলোয়ার হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক ওসমান আলী, সহকারী প্রধান শিক্ষক কুন্তল বড়–য়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।