চন্দনাইশ ও বোয়ালখালীতে সম্প্রীতি সমাবেশ

27

বোয়ালখালী : সম্প্রতি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে সংগঠিত ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বোয়ালখালী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড। গত ২৮ অক্টোবর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে বোয়ালখালী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এ প্রতিবাদ সভার আয়োজন করেন।এতে সভাপতিত্ব করেন যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল বশর। বীর মুক্তিযোদ্ধা বন গোপাল দাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, আহমদ হোসেন, ইছহাক চৌধুরী, শরৎ চন্দ্র বড়ুয়া, বেলাল মিয়া চৌধুরী, মো.আব্দুল মান্নান, সুভাষ চৌধুরী, আলতাফ হোসেন, আব্দুর রশীদ, মো. ইউনুচ, মো. হাসানুজ্জামান ও সাহাব মিয়া। বিভেদ সৃষ্টিকারীদের থেকে সজাগ থাকার আহব্বান জানিয়ে বক্তারা বলেন, জাতি ধর্ম নির্বিশেষে সকলে স্বাধীন করেছে এদেশ। এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই। এদেশে থাকতে হলে সবাইকে মিলে মিশেই থাকতে হবে।
চন্দনাইশ :
উপজেলার দোহাজারী পৌরসভা সদরস্থ হাজারী টাওয়ার চত্বরে চন্দনাইশ রামকৃষ্ণ মিশন জামিজুরীর উদ্যোগে সারাদেশে দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। গত ২২ অক্টোবর চন্দনাইশ রামকৃষ্ণ মিশন জামিজুরীর সহ-সভাপতি ডা. সুনীল কান্তি ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সম্প্রীতি সমাবেশে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ উপজেলার সভাপতি বলরাম চক্রবর্ত্তী, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ উপজেলার সভাপতি এড. তুষার কান্তি সিংহ হাজারী, সহ সভাপতি কুন্তল বড়ুয়া, রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্ত্তী, জাতীয় গীতা পরিষদ উপজেলার সভাপতি গোপাল কৃষ্ণ ঘোষ, ডা. অরুন কান্তি দাশ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরু, আবদুল শুক্কুর, নবাব আলী, মো. লোকমান হাকিম, রূপক ঘোষ, সাবেক ইউপি সদস্য মো. জামাল উদ্দিন, মো. নাজিম উদ্দীন, সনজিত চক্রবর্ত্তী ডা. দুলাল চন্দ্র নাথ প্রমুখ।