চন্দনাইশ উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা

8

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজ ও সাংবাদিকদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি উপজেলা ভিডিও কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মাহবুবুল আলম খোকা, সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, শিক্ষা কর্মকর্তা রতন কুমার সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, আকতার সানজিদা জাফর পপি, এস. এম সায়েম, আহমদুর রহমান, নুরুল আলম মাস্টার, সৈকত দাশ ইমন, মো. শাহাদাত হোসেন, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মাঈন উদ্দিন প্রমুখ।
এ সময় কক্তারা বলেন, প্রত্যেক দপ্তরের সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সুশীল সমাজ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকদের সাথে পারস্পরিক সমন্বয় সাধনের মাধ্যমে চন্দনাইশকে একটি সুন্দর ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলা সম্ভব।
শিক্ষার মান উন্নয়ন, মাদক, যৌতুক, বাল্য বিবাহ, খাস জমি, চাষাবাদের জমির টপ সয়েল কাটা ও বালু মহলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা দেন সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।