চন্দনাইশ আমানতছফা-বদরুননেছা মহিলা কলেজে নবীন বরণ

10

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ সদরের আমানতছফা-বদরুননেছা মহিলা কলেজে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। ২ মার্চ (শনিবার) সকালে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নবীণ বরন অনুষ্ঠান। কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ডা. আবু মনসুর মো. নেজামুদ্দিন খালেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান এড. কামেলা খানম রুপা, উদ্বোধক ছিলেন পৌর মেয়র মাহবুল আলম খোকা। বিশেষ অতিথি ছিলেন- কলেজ অধ্যক্ষ শিপ্রা সিকদার, সাবেক অধ্যক্ষ আবুল খায়ের, স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক খায়রুজ্জামান, আলোচনায় অংশ নেন- পরিচালনা পরিষদ সদস্য আবু বক্কর, মো. মুজিবুর রহমান চৌধুরী, শিক্ষকদের মধ্যে তকি উদ্দিন ছবকি, শওকত হোসেন, সিরাজদ্দৌলা, ইন্দ্রা চৌধুরী, মো. হারুন, পুষ্পেন চৌধুরী, শান্ত পদ বড়ুয়া সহ শিক্ষার্থীরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক হুর নাহার চৌধুরী ও প্রভাকর বড়ুয়া। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন- নিজের ব্যক্তিগত জীবনকে প্রস্ফুটিত করতে সুশিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান স্মার্ট বাংলাদেশের শিক্ষার্থীদের স্মার্ট হওয়ার জন্য আধুনিক কারিকুলামে শিক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষা জীবনের টার্নিং পয়েন্ট এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মধ্য দিয়ে জীবন গঠন করতে হবে।