চন্দনাইশ আইনজীবী সংসদের সভা

9

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের আইনজীবীদের সংগঠন চন্দনাইশ আইনজীবী সংসদের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি এড. তুষার সিংহ হাজারীর সভাপতিত্বে সাধারণ সভায় সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক এড. মাহাবুল আলম।
যুগ্ম সাধারণ সম্পাদক এড. মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বার্ষিক আয় ব্যয়ের হিসাব বিবরণী পাঠ করেন অর্থ সম্পাদক এড.শফিউল হক চৌধুরী সেলিম। আলোচনায় সভায় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড. নাজিম উদ্দীন চৌধুরী, এড. রফিক আহমদ, এড. আবদুল হান্নান, এড. কুতুব উদ্দীন মো. ইস্তেফাজ, এড. নুরুল ইসলাম, এড. জসিম উদ্দীন, এড. লিয়াকত আলী, এড. মিলি চৌধুরী, এড. নজরুল ইসলাম, এড. আশকর আলী সুজন, এড. জাফর ইকবাল, এড. অঞ্জন প্রসাদ দে, এড. বিপ্লব বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৮৯৩ সালে চট্টগ্রাম কোর্টের কার্যক্রম শুরু হওয়ার সময় ১৮জন আইনজীবীর মধ্যে চন্দনাইশের যতীন্দ্র মোহন সেনসহ ৭ জন ছিলেন।
বর্তমানে চন্দনাইশের প্রায় ৩শ আইনজীবীদের নিয়ে একই অবস্থানে সংগঠনকে গতিশীল করতে চন্দনাইশের সকল আইনজীবীদের সদস্যভুক্ত করার জন্য একটি পদক্ষেপ গ্রহন করা হয়। সে পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে একটি উপ-কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।