চন্দনাইশে ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

45

সারাদেশের ন্যায় চন্দনাইশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সদরস্থ কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় ৪৮তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ক্রিকেট, ব্যাটমিন্টন (বালক-বালিকা), দড়ি লাফ (বালিকা) অন্তর্ভুক্ত ছিল।
গত ৮ জানুয়ারি বিকালে কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় ও গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মধ্যকার ক্রিকেট টিমের ফাইনাল খেলায় ৩ রানে গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ক্রিকেট টিমকে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। তাছাড়া ব্যাটমিন্টন একক ও দ্বৈত বালকে গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে ২-১ সেটে হারিয়ে কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে, ব্যাটমিন্টন (বালিকা) একক ও দ্বৈততে গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে বরকল-আবদুল হাই আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। দড়ি লম্ফ ইভেন্টে প্রথম স্থান ও তৃতীয় স্থান ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান গাছবাড়িয়া এনজি মডেল সরকারি উচ্চ বিদ্যালয় অর্জন করে। ক্রীড়া প্রতিযোগিতা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আনম বদরুদ্দোজার সভাপতিত্বে পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রধান শিক্ষক যথাক্রমে নুর মোহাম্মদ, বিজয়ানন্দ বড়ুয়া, সৈয়দ হোসেন, বিষ্ণুযশা চক্রবর্তী, নুরুল কবির, টিকলু দাশ, সুপার ওবাইদুল্লাহ, অ্যাকাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, সহকারি প্রধান শিক্ষক যথাক্রমে কুন্তল বড়ুয়া, আবদুল মতিন প্রমুখ।