চন্দনাইশে ১ হাজর পিচ ইয়াবাসহ আটক ২

32

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চন্দনাইশ দোহাজারী পৌরসভাস্থ হাসপাতালের সামনে থেকে কক্সবাজার থেকে ঢাকাগামী ঈগল পরিবহন একটি গাড়িতে ১ হাজার পিস ইয়াবাসহ গাড়ির হেলপারকে আটক করেছে। দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়াসহ সঙ্গীয় ফোর্স গত ১৭ ফেব্রূয়ারি গভীররাতে বাসের হেলপার মানিকগঞ্জ জেলা সিংগাইর উপজেলার চান্দর ইউনিয়ন পরিষদের চরমাধবপুর (সর্দার বাড়ি) এলাকার আলী জামাল প্রকাশ জামাল সর্দারের ছেলে মনির হোসেন তপু প্র: মারুফ (২২) কে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাববাদে আটককৃত মনির হোসেন তপু প্র: মারুফ জানিয়েছে, সে ঈগল পরিবহনের ঢাকা-কক্সবাজার রোডে রেজিঃ নং-ঢাকা মেট্টো:-ব-১৫-০৭০৩ এর গাড়ির হেলপার। কক্সবাজার থেকে আসার সময় ইয়াবা নিয়ে আসে। সেই ইয়াবা ঢাকায় এনে মাদক ব্যবসায়ী রাসেলকে ঢাকায় গাবতলি এলাকায় পৌঁছে দেয়। এবারসহ সে দু’বার ইয়াবা আনে। প্রত্যেকবার সে ১৩ হাজার টাকা করে পায় বলে তিনি জানান।
অপরদিকে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করে জিআর মামলার আসামী পুতুল আলীর ছেলে মো. আব্দুল শুক্কুরকে আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান চন্দনাইশ থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী।