চন্দনাইশে সড়ক উন্নয়ন কাজ পরিদর্শনে এডিবি’র প্রতিনিধিদল

16

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের দেওয়ানহাট-বৈলতলী-বরমা-ধামাইরহাট ও পটিয়া সংযোগ সড়কের সংস্কার কাজ পরিদর্শনে এসেছেন এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি’র একটি প্রতিনিধিদল। এডিবি’র অর্থায়নে ২১ কোটি টাকা ব্যয়ে সড়কটির ১৬ কিলোমিটার সংস্কার করা হচ্ছে।
গত ২৩ মে সকালে তারা উপজেলার দেওয়ানহাট হয়ে পুরো সড়কটি পরিদর্শন করেন। এসময় প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলাম জানান, কাজের অগ্রগতি সন্তোষজনক। সড়কটি সংস্কার হওয়াতে এলাকাবাসী এর সুফল ভোগ করছে। এক সময় মানুষ কষ্ট পেলেও সড়কটি সংস্কার হওয়ার পর আর কোন কষ্ট নেই। সহজে যে কোন রোগীকে অল্প খরচে হাসপাতালে নিতে পারছেন। কৃষিজপণ্য সহজে পরিবহন করতে পারছেন। এতে লাভবান হচ্ছেন কৃষকরা।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক এলজিইডি, আরসিআইপি মো. কামরুল ইসলাম, মিশন লিডার এডিবি অমৃত কুমার দাশ, এলজিইডি চট্টগ্রামের নির্বাহী প্রকৌশলী একেএম আমিরুজ্জামান, সিনিয়র ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট অফিসার এডিবি মুহাম্মদ মঞ্জুরুল আহমেদ, সিনিয়র প্রজেক্ট এসিস্টেন্ট এডিবি হালিমা ফেরদৌসি, জেন্ডার স্পেশালিস্ট এডিবি সিনেরা চাকমা, উপ-প্রকল্প পরিচালক এলজিইডি, আরসিআইপি মো. মনসুর আলী, ডেপুটি টিম লিডার এলজিইডি আরসিআইপি মো. আলতাফ হোসেন। এসময় স্থানীয় জন প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মুহাম্মাদ জুনাইদ আবছার চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী আবুল কালাম, সাতবাড়িয়া ইউপি চেয়ারম্যান আহমদুর রহমান, নুরুল আমজাদ চৌধুরী, সায়েদুল কবির চৌধুরী সায়েম, মোহাম্মদ ইলিয়াছ, মোহাম্মদ নেসার প্রমুখ।