চন্দনাইশে সমাজসেবা অধিদপ্তরের সেমিনার

11

 

‘উপজেলা পর্যায়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত কর্মসূচিসমূহ পরিচালনায় অগ্রগতি ও অংশীজনের করণীয়’ শীর্ষক সেমিনার গত সোমবার চন্দনাইশ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক ছিলেন জেলা সমাজসেবা দপ্তরের উপ-পরিচালক মো. ফরিদুল আলম, বিশেষ অতিথি ছিলেন সহকারী পরিচালক (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল আলম। উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ সোলাইমান ফারুকী, মুক্তিযোদ্ধা কমান্ডার জাফর আলী হিরো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল কবির, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী চন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা আ. ন. ম. সালেহ উদ্দিন, মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর, হাসিমপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট খোরশেদ বিন ইসহাক চৌধুরী, এনজিও সমন্বয়ক মো. নুরুল হক চৌধুরী, থানা প্রতিনিধি এসআই উপন বড়ুয়া, দোহাজারী জামিজুরী বালিকা উচ্চবিদ্যলয়ের প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, কাসেম-মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, শিশু অধিকারকর্মী সৈয়দ শিবলী ছাদেক কফিল, এনজিওকর্মী মো. মাহমুদুল হক, ভান্ডারীপাড়া এতিমখানার সেক্রেটারি মাওলানা জসিম উদ্দিন ছিদ্দিকী, স্বেচ্ছাসেবী সংস্থা সৈয়দাবাদ সবুজ সংঘের সেক্রেটারি আবদুর রহমান, গ্রাম সংগঠক কাঞ্চন সেন, মাতৃকল্যাণ কেন্দ্রের রীমা সুলতানা প্রমুখ। বিজ্ঞপ্তি