চন্দনাইশে শ্রমিকলীগ নেতা হত্যা মামলার আসামি কারাগারে

43

চন্দনাইশ উপজেলা শ্রমিকলীগ নেতা নুরুল ইসলাম খোকা হত্যা মামলার প্রধান ২ আসামি জামাল উদ্দীন ও মো. ইকবাল হোসেনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
গতকাল মঙ্গলবার শ্রমিকলীগ নেতা খোকা হত্যা মামলার প্রধান আসামি উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের চিংড়িঘাটা এলাকার কবির আহমদের পুত্র জামাল উদ্দীন (৪৮) ও সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়নের বৈতরনী এলাকার ইসহাক মিয়ার পুত্র মো. ইকবাল হোসেন (৩৪) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেগম সুস্মিতা আহমেদের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান। আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
জানা যায়, আসামিগণ মহামান্য হাইকোর্ট থেকে আগাম জামিন লাভ করে। নির্দিষ্ট সময়ের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ না করায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। গতকাল মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত হাইকোর্টের নথি পর্যালোচনা করে আসামিদের জামিন নামঞ্জুর করে এই আদেশ দেন।