চন্দনাইশে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

3

চন্দনাইশ প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্ম বার্ষিকী উপলক্ষে সকালে উপজেলা অডিটোরিয়ামের সম্মুখে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। গত ৫ আগস্ট সকালে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা সহকারি কমিশনার (ভূমি) মাহফুজা জেরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, পৌর মেয়র মাহাবুবুল আলম খোকা, থানা অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান এড. কামেলা খানম রূপা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শাহীন হোসাইন চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চেয়ারম্যান হাবিবুর রহমান, চেয়ারম্যান যথাক্রমে আমিন আহমদ চৌধুরী রোকন, আলমগীরুল ইসলাম চৌধুরী, নুরুল ইসলাম, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী রেজাউন নবী, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, জেলা মহিলা আ’লীগ নেত্রী সঞ্চিতা বড়ুয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন জাহাঙ্গীর প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা সৈয়দ মো. গোলাম সুবহান। দিবসটি উপলক্ষে সকালে মসজিদে মসজিদে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।