চন্দনাইশে লক্ষীপূজায় গীতাপাঠ প্রতিযোগিতা ও আলোচনা সভা

2

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার দোহাজারী পৌরসভার কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের উদ্যোগে ‘কোজাগরী লক্ষী পূজা উপলক্ষে গীতাপাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
গত ৯ অক্টোবর, বিকালে দোহাজারী দেওয়ানহাট সংলগ্ন নাথ পাড়া লক্ষী পূজা উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। পিন্টু প্রসাদ নাথের সভাপতিত্বে সভার উদ্বোধক ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বলরাম চক্রবর্তী।
এছাড়া চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক বিষ্ণু যশা চক্রবর্তী, বিকাশ দেব নাথ, কোজাগরী পূর্ণিমা উদযাপন পরিষদের বিপ্লব পার্থ দে, ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম, দোহাজারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ  মো. রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, গৌরাঙ্গ প্রসাদ নাথ, সত্যপদ তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।