চন্দনাইশে মৎস্য সপ্তাহ পালিত

43

মাছ উৎপাদন বৃদ্ধি করি, সূখী সমৃদ্ধ দেশ গড়ি, এ প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে গত ২২ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে অডিটোরিয়াম হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দীন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা সোলাইমান ফারুকী, থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, চেয়ারম্যান যথাক্রমে নুরুল ইসলাম, মুজিবুর রহমান, আমিন আহমেদ চৌধুরী রোকন, আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, সাবেক মৎস্য কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিকী প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। নিজের আশেপাশে পুকুর জলাশয়ে মাছ চাষ করে নিজে স্বাবলম্বী হোন, পাশাপাশি মৎস্য খাদ্য বৃদ্ধিতে সহায়তা করুন। তিনি বলেন, বর্তমানে মৎস্য উৎপাদনে বিশ্বে দ্বিতীয়। দেশীয় মাছ উৎপাদনে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। মৎস্য চাষিদের প্রণোদনাসহ সহজ শর্তে ঋণ প্রদান করা হচ্ছে। পরে উপজেলা পুকুরে বিভিন্ন মাছের পোনা অভমুক্ত করেন অতিথিবৃন্দ।