চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযান

46

চন্দনাইশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা বাজার মনিটরিং করতে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন। দেওয়ানহাট এলাকা থেকে সরকারি খাস জমি থেকে ২টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে।
গত ১৭ সেপ্টেম্বর দুপুর থেকে বিকাল পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা কালে গাছবাড়িয়া খাঁনহাটে মুদির দোকান মিনহাজ স্টোরের মিনহাজ উদ্দিনকে ২ হাজার, ফরিদ স্টোরের মো. ফরিদকে ৫ হাজার, গণি স্টোরের ওসমান গণিকে ৫ হাজার, মদন স্টোরের মদন মোহন দাশকে ২ হাজার, বাগদাদ স্টোরের আবদুল মজিদকে ২ হাজার, কলেজ গেইটের আবদুল আলিম স্টোরের আবদুল আলিমকে ২ হাজার টাকাসহ ১৮ হাজার টাকা জরিমানা করেন। এ সকল দোকানে মূল্য তালিকা না টাংগানো, পিঁয়াজের দাম ৫০ টাকা লিখে ৭০ টাকা নেয়ায় উল্লেখিত ব্যবসায়ীদেরকে জরিমানা করেছেন বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা।
অপর দিকে সাতবাড়িয়া দেওয়ানহাট এলাকায় সরকারি খাস জমির উপর ২টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করে ২ গন্ডা জায়গা উদ্ধার করেছেন। ফলে সরকারের ২৫ লক্ষাধিক টাকার সম্পদ উদ্ধার হয়েছে বলে তিনি জানিয়েছেন।