চন্দনাইশে মোবাইল কোর্টে ৫০ হাজার টাকা জরিমানা

4

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার দোহাজারী ব্রিজের পশ্চিম পাশে শঙ্খ নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং-চিং-নু মার্মা।
গতকাল ১২ নভেম্বর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং-চিং-নু মার্মা মোহাম্মদ শহীদকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরের ব্যাটারি খুলে অচল করে দেন তিনি।