চন্দনাইশে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিক্ষাসামগ্রী, শীতবস্ত্র বিতরণ

27

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার দোহাজারী জামিজুরী অসীম রঞ্জন ভট্টাচার্য্য স্মৃতি ফাউন্ডেশন ও মুক্তিযোদ্ধা পাঠাগারের উদ্যোগে মুক্তিযোদ্ধা সম্মাননা, শিক্ষা সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান জামিজুরী অসীম রঞ্জন ভট্টাচার্য্যরে বাড়ির উঠানে অনুষ্ঠিত হয়। গত ২৫ ডিসেম্বর বিকালে অসীম রঞ্জন ভট্টাচার্যের সহধর্মিনী শিক্ষক দীপিকা চৌধুরীর সভাপতিত্বে সভায় ৩ জন মরণোত্তর ও ৪ জন জীবিত মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। একই সাথে এলাকার হতদরিদ্র দুঃস্থ’ অসহায় পরিবারের ২ শতাধিক শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, শিক্ষা সামগ্রী, শতাধিক অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা যথাক্রমে, তপু ব্রত ভট্টাচার্য্য, অবসরপ্রাপ্ত সচিব রবিউল ইসলাম খান, অনিল বড়ুয়া, প্রকৌশলী ইসলাম খান, নজরুল ইসলাম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সবুজ চৌধুরী, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, খাগড়াছড়ি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পরিচালক আশীষ ভট্টাচার্য্য, সুশীল ভট্টাচার্য্য, প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী, ডা.সুনিল ভট্টাচার্য্য, বিকাশ চন্দ্র দাশ, বিপ্লব ভট্টাচার্য্য, দীপান্বিতা পাড়িয়াল, প্রধান শিক্ষক গোপাল ঘোষ, মিলন ধর প্রমুখ। পরে মুক্তিযোদ্ধা তপু ব্রত ভট্টাচার্য্য, শহীদ বজলুর রহমানের পরিবার, মরণোত্তর সম্মাননা আবু তাহের খান খসরু, সতীশ চন্দ্র দাশের পরিবারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।