চন্দনাইশে মারা হলো ১০ লাখ টাকার পোনা

7

চন্দনাইশ প্রতিনিধি

উপজেলার বরমা এলাকায় একটি পুকুরে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকার পাঙ্গাসের পোনা মেরে ফেলেছে দুস্কৃতিকারীরা। গতকাল শনিবার ভোরগত গভীর রাতে মৎস্য ব্যবসায়ী দিদারুল আলমের মৎস্য প্রকল্পে বিষ দিয়ে ১০ লক্ষাধিক টাকা মূল্যমানের এসব পাঙ্গাস মাছের পোনা মেরে ফেলার অভিযোগ পাওয়া যায়।
ক্ষতিগ্রস্ত দিদারুল আলম জানান, এক বছরের জন্য ১ লক্ষ টাকার বিনিময়ে সাতঘাটিয়া পুকুর পাড় সংলগ্ন মাজারের পাশের পুকুরটি মাছ চাষের জন্য খাজনায় নিই। সেখানে প্রায় ৩ লক্ষ টাকার পাঙ্গাস মাছের পোনা গত দেড় মাস পূর্বে ছাড়া হয়। গত দেড় মাসে তার প্রায় ৩ লক্ষ টাকা মাছের খাবারের জন্য ব্যয় হয়। এসব মাছ বিষ দিয়ে মেরে ফেলার কারণে ৪ জন শ্রমিকের বেতন হিসেবে ১ লক্ষ টাকাসহ ১০ লক্ষাধিক টাকার মতো ক্ষতি হলো।
তিনি জানান, শনিবার (গতকাল) সকালে মাছের পোনা পুকুরে ভাসমান অবস্থায় দেখে বিষয়টি বুঝতে পারি। আমি আমার সম্বল হারালাম। কিভাবে এই ক্ষতি পোষাবো বুঝতে পারছি না।
এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, আমরা কোনো অভিযোগ এখনো পাইনি। ক্ষতিগ্রস্ত ব্যক্তির অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।