চন্দনাইশে মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার

26

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নে দিলোয়ারা বেগম (৬৫) নামে এক মহিলার রহস্যজনক ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পশ্চিম বৈলতলীর কালা মিয়া মাস্টার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে ময়না তদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, চন্দনাইশ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের বিমের সাথে ঝুলন্ত বৃদ্ধ মহিলা দিলোয়ারা বেগমের লাশ উদ্ধার করে। পরে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দিলোয়ারা বেগমের ছেলে বেলাল উদ্দিন প্রবাসী। ২ বছর পূর্বে বেলালের স্ত্রী ঝিনুক আকতার স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়িতে চলে যায়। গত মঙ্গলবার ঝিনুক আকতার পুনরায় স্বামীর বাড়িতে চলে আসে। এরপর শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়ে পুরানো বাড়িতে পাঠিয়ে দেয়। বেলালের মাতা দিলোয়ারা বেগম প্রতিদিনের মত মঙ্গলবার বিকেলেও ওই ভিটায় গাছগাছালিতে পানি দিতে যায়। পরে দেখা যায় লাকড়ি ঘরের ভিতরে বিমের সাথে নিজের পরনের শাড়ি গলায় পেচিয়ে সে ঝুলছে। পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। নিহত বৃদ্ধের স্বামী বজল আহমদ সাংবাদিকদের জানান, পরকিয়ার জের ধরে তার পুত্রবধূ পরিকল্পিতভাবে এই হত্যাকাÐ ঘটিয়েছে। পরে লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে অপ্রচার চালাচ্ছে।