চন্দনাইশে মন্দির নির্মাণ কাজ উদ্বোধন বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য রয়েছে : সাংসদ নজরুল

7

মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। তিনি গতকাল বৃহস্পতিবার চন্দনাইশের ধামাইর হাটস্থ বরমা শ্রী শ্রী হরি মন্দির ভবন পুননির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ, উদ্বোধক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট এর ট্রাস্টি উত্তম কুমার শর্মা, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বরকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবীবুর রহমান, বরমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন সরকার, ওসি (তদন্ত) মজনু মিয়া, এডভোকেট কবি শেখর নাথ পিন্টু, অধ্যক্ষ আবুল মনছুর মোহাম্মদ হাবীব, আওয়ামী লীগ নেতা সমীরণ দাশ তপন, শাহাদাত হোসেন চৌধুরী জসীম, চন্দনাইশ শিক্ষক সমিতির সভাপতি এ এইচ এম সৈয়দ হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল আজম কাজমী, সেক্রেটারি গাজী মো. সালাউদ্দিন, সাবেক সেক্রেটারি মো. হারুন সওদাগর, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, মাস্টার রতন চক্রবর্ত্তী, ইউপি প্যানেল চেয়ারম্যান মো. আবু জাফর, মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, আওয়ামী লীগ নেতা সাহাবুদ্দীন চৌধুরী, মেম্বার সায়েম ভূঁইয়া, গৌরাঙ্গ চক্রবর্তী, ভূপাল বিশ্বাস ও বরমা প্রেসক্লাব সেক্রেটারি বিমল তালুকদার। উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পূজা উদযাপন পরিষদের নেতা বলরাম চক্রবর্ত্তীর সভাপতিত্বে এ অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন যুবলীগের আহবায়ক কৃষ্ণ চক্রবর্ত্তী। বিজ্ঞপ্তি