চন্দনাইশে মদ ইয়াবা ও পরোয়ানাভুক্ত ৭ আসামি আটক

8

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মদ, ইয়াবা ও পরোয়ানাভূক্ত আসামীসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৮ জানুয়ারি ভোররাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। জানা যায়, গত ২৮ জানুয়ারি ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঞ্চাবাদের পল্লম পাড়া এলাকায় অভিযান চালিয়ে চন্দনাইশ থানা পুলিশ ৫১০ লিটার মদসহ একই এলাকার আবছার মিয়ার ছেলে মো. রাসেল (৩৫), রাঙ্গুনিয়া বর্ষনখোলার মো. তাহেরের ছেলে মো. আলী (৩৫), মাংসিলা মার্মা’র ছেলে অং সাই তু মার্মা (২২) কে আটক করে। এদিকে উপজেলার জোয়ারা ইউনিয়নের ৬নং ওয়ার্ড বাদামতল বাজারের পশ্চিম পার্শ্বে কুলাল পাড়া সড়কের মুখে আবু ছৈয়দের ধানের মিলের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ৩৪০পিস ইয়াবা ট্যাবলেটসহ জাহেদ হোসেন (৩৮) নামে একজনকে আটক করে। সে উত্তর জোয়ারা নগরপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে।
এছাড়া একইদিন চন্দনাইশ পৌরসভাস্থ গাছবাড়ীয়া কলেজ গেইটের পশ্চিম পার্শ্বে বটতল দূর্লভ পাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ২১৬পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আলমগীর(৩৫) নামে অপর একজনকে আটক করা হয়। সে পূর্ব সাতবাড়িয়ার মহিউদ্দিন প্রাঃ বাদশা মিয়ার ছেলে। আটকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে চন্দনাইশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা দায়ের করেন। এদিকে চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ১টি সিআর সাজা ও ২টি সিআর পরোয়ানাভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার হাশিমপুর ইউনিয়নের মৃত হোছেন আলীর ছেলে অধ্যাপক মোহাম্মদ আলী এবং কেশুয়া এলাকার মৃত আবদুল মোতালেবের ছেলে মোহাম্মদ ওসমান গনি। আটককৃতদের গত গত ২৮ শুক্রবার আদালতে চালান দেয়া হয়েছে বলে জানান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন।