চন্দনাইশে ভোক্তা অধিকার দিবস পালন

10

চন্দনাইশ প্রতিনিধি

‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’ এই স্লোগানে চন্দনাইশ উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়। গত ১৫ মার্চ সকালে উপজেলা ভিডিও কনফারেন্স হলে দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম চালিয়ে যাবে। তাই সকল বাজার কমিটিগুলোকে এই ব্যাপারে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে আলোচনা করে দায়িত্ব দেয়া হবে। এক্ষেত্রে তিনি জনসাধারণকে যে কোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রিসহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম ছালেহ উদ্দিন আহমেদ, শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার আবুল মনছুরসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকবৃন্দ।