চন্দনাইশে বৌদ্ধ ধর্মীয় শিক্ষাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

83

চন্দনাইশ বৌদ্ধ ধর্মীয় শিক্ষা পরিষদের ১১তম বৌদ্ধ ধর্মীয় শিক্ষাবৃত্তি পরীক্ষা উপজেলার কাশেম-মাহাবুব উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্পন্ন হয়েছে। গত ৪ জানুয়ারি উপজেলার বৌদ্ধ সম্প্রদায়ের শিক্ষার্থীরা এ পরীক্ষায় অংশ নেয়। ১১তম এ শিক্ষা বৃত্তি পরীক্ষায় ৩য় থেকে ৮ম শ্রেণি পর্যন্ত ১৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। ২০০৮ সালে বৃত্তি পরীক্ষাটি শুরু হয়ে নিয়মিতভাবে পরিচালিত হয়ে আনছে বলে জানিয়েছেন, শিক্ষাবৃত্তি পরিষদের আহব্বায়ক সুধানন্দ মহাথের। পরীক্ষা চলাকালীন চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, ধর্মীয় নেতা যথাক্রমে দেবানন্দ মহাথের, বৌদ্ধ পাল থের, সচিব বোধিমিত্র থের, পরীক্ষা নিয়ন্ত্রয়ক সুমঙ্গল থের, তৃষমিত্র থের, রত্নানন্দ থের, প্রজ্ঞানন্দ থের, শীলাপ্রিয় ভিক্ষু, রূপানন্দ ভিক্ষু, নন্দসারা ভিক্ষু, লোকরত্ন ভিক্ষু, সুমনাক্ষ্য ভিক্ষু, প্রসেনমিত্র ভিক্ষু, সুমনাবংশ ভিক্ষু, নন্দবংশ ভিক্ষু, তিষ্যমিত্র ভিক্ষু, রত্নানন্দ ভিক্ষু, বৌদ্ধ পরিষদের সাধারণ সম্পাদক উদয়ন বড়ুয়া, প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, সহকারি প্রধান শিক্ষক কুন্তল বড়ুয়া, শংকর বড়ুয়া, টিকেনজিৎ বড়ুয়া, সুনন্দন বড়ুয়া, নয়ন বড়ুয়া, নোবেল বড়ুয়া প্রমুখ।