চন্দনাইশে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন

46

চন্দনাইশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মমতার যৌথ উদ্যোগে বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। গত ২৫ এপ্রিল চন্দনাইশে বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মমতার উদ্যোগে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে এক বিশাল র‌্যালী বের হয়ে চন্দনাইশ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে সি.এইচ.সি.পি নাঈম উদ্দীনের সঞ্চালনায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মো. বখতিয়ার আলম। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আর.এম.ও ডা. আবু রাশেদ, এইচ. আই কাঞ্চন ভট্টাচার্য্য, সি.এইচ.সি.পি তওহিদুল আলম, উপজেলা ম্যানেজার (মমতা) মো. শাহীনুর রহমান প্রমুখ।

ফটিকছড়ি পৌর সদরে আগুনে ৪ দোকান ভষ্মিভূত

নাজিরহাট প্রতিনিধি

ফটিকছড়ি পৌর সদর করোনেশন সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে গত বুধবার এক ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান সর্ম্পূণ ভষ্মিভূত হয়েছে। জানা যায়, আগুনে মো. জাহেদের চা দোকান, মো. এরশাদের মুদি দোকান, মো. তৌহিদের ফানির্চার দোকান ও মো. মঞ্জুর গ্রিল ওয়ার্কশপ ও স্টিলের আলমারীর দোকান সম্পূর্ণ ভষ্মিভূত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে চলে যায়। পথচারীরা আগুন দেখে নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনা স্থলে পৌঁছার আগেই আগুনে সব কিছু পুড়ে ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে যায়। গত ২৫ এপ্রিল পৌর মেয়র মুহাম্মদ ইসমাইল হোসেন, ওয়ার্ড কাউন্সিলর রফিকুল আলম ও কাউন্সিলর হেলাল উদ্দীন ঘটনা স্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানান এবং পৌর সভার পক্ষ হতে নগদ ২০ হাজার টাকা সাহায্য প্রদান করেন।