চন্দনাইশে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

3

চন্দনাইশ প্রতিনিধি

‘এমন বিশ্ব গড়ি, অটিজিম বৈশিষ্ট সম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চন্দনাইশে ১৫তম বিশ্ব অটিজম সচতেনতা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, র‌্যালি ও সহায়ক উপকরণ বিতরণ করা হয়। গত ২ এপ্রিল উপজেলার ভিড়িও কনফারেন্স হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পিপিএস মডেল স্কুলের সভাপতি নুরুল হক, কারিতাস কর্মকর্তা মহিউদ্দিন, মো. সাইফুল, প্রতিবন্ধী তাইসান আলম, মো. সোহেল প্রমুখ।
এসময় প্রধান অতিথি আবদুল জব্বার চৌধুরী বলেন, প্রতিবন্ধীরা প্রতিভাবন্ধী নয়। তাদেরকে শিক্ষিতি করতে হবে। তাদের প্রতিভাকে কাজে লাগাতে হবে। তাদেরকে সু-শিক্ষিতি করে তাদের প্রতিভাকে কাজে লাগালে পরিবার স্বাবলম্বী হবে অন্যদিকে অন্যন্য প্রতিবন্ধীরা এগিয়ে আসবে।
এ সময় ৮ জন প্রতিবন্ধীকে সুবর্ণ নাগরিক কার্ড, ১ টি হুইল চেয়ার, ২ টি ওয়াকার, ২ টি চার পায়া বিশিষ্ট সাদাছড়ি, ২টি স্টেন্ডিং ফ্রেম প্রদান করা হয়।