চন্দনাইশে বিদ্যুতের টাওয়ারের চূড়ায় ভারসাম্যহীন যুবক

109

চন্দনাইশ পৌরসভার কমর আলী সিকদার বাড়ি এলাকায় ১ লাখ ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারের চূড়ায় উঠে যায় মানসিক ভারসাম্যহীন এক যুবক। গতকাল বুধবার বিকালে এ ঘটনা ঘটে।
চূড়ায় উঠে যাওয়া যুবক নোয়াখালীর সেনবাগ উপজেলার সিরাজুল ইসলামের ছেলে মো. নাছির উদ্দীন (২৭)।
স্থানীয় পুলিশ প্রশাসন ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের লোকজন যৌথভাবে অভিযান চালিয়ে এবং মসজিদের ইমাম সাহেবের আযানের সহযোগিতায় কৌশলে নাছিরকে নামাতে সক্ষম হন। নাছিরকে নামানোর জন্য ফায়ার সার্ভিস ও পুলিশের লোকজনসহ ইমাম সাহেব আযান দিলে নাছির আস্তে আস্তে নেমে আসে। নিচে নামার পর ফায়ার সার্ভিস এবং পুলিশের লোকজন তাকে ধরার সাথে সাথে সে জ্ঞান হরিয়ে ফেলে। এসময় তার নাক মুখ দিয়ে ফেনা বের হয়। তাকে চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে তার পরিচয় পাওয়া যায়।
নাছিরের পিতা সিরাজুল ইসলাম জানান, তার ছেলে কিছুদিন আগে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। একইভাবে কয়েকদিন আগেও বাড়ি থেকে নাছির পালিয়ে যায় সে। অর্থের অভাবে নাছিরের চিকিৎসা করতে না পারায় সে কখন কি করছে তা তারা জানেন না বলেও জানান তিনি।চন্দনাইশে বিদ্যুতের