চন্দনাইশে বিএনপির খাদ্যসামগ্রী বিতরণ

4

চন্দনাইশ প্রতিনিধি

মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, যে কোন দুর্যোগ মুহুর্তে সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে বিএনপি। একই সাথে সম্পৃক্ত রাজনৈতিক নেতা-কর্মীরাও রয়েছে। করোনা ভাইরাসের কারণে দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। অনেকে জীবন-জীবিকার তাগিদে সরকারি বিধি-নিষেধ যথাযথভাবে পালন করতে গিয়ে আর্থিক ও খাদ্য কষ্টে রয়েছে। তাই তাদের সহযোগিতার পাশে আবদ্ধ হওয়া বিত্তবানদের নৈতিক দায়িত্ব। দলীয় চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশে চন্দনাইশের বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। গত ২২ আগস্ট সকাল থেকে দুপুর পর্যন্ত চন্দনাইশ পৌরসভার পশ্চিম হারলা, উপজেলার বরকল বাংলা বাজার, বৈলতলী ইউনুছ মার্কেট, দোহাজারী সদর এলাকায় চট্টগ্রাম জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ২ হাজার হত-দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক ডা. শাহাদাত হোসেন। খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা আবদুল মাবুদ মাহাবু, জাহাঙ্গীর আলম, সেলিম উদ্দিন, সাইফুল ইসলাম, বাহা উদ্দিন, আরিফুল ইসলাম মারুফ, শহিদুর রহমান খান, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ইখতেখার হোসেন, শহীদুল ইসলাম, অলি হোসেন মুন্সি, সাইফুল ইসলাম, কামাল উদ্দীন, সেলিম উদ্দীন, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার, গিয়াস উদ্দিন চৌধুরী মুকুল, মো. মোনায়েম, জাহাঙ্গীর আলম, মো. সেলিম, সাইফুল ইসলাম, আবুল কালাম, যুবদল নেতা তরিকুল ইসলাম টুটুল, আজম খান, মো. সেলিম উদ্দীন, আবদুল মান্নান, হেলাল উদ্দীন, ছাত্রদল নেতা রাজিব উদ্দিন, জিএম ফোরকান, মো. ফয়সাল, আবদুর রহিম, মো. মোনতাসির প্রমুখ।