চন্দনাইশে বন বিভাগসহ বিভিন্ন কার্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচী

40

দক্ষিণ বন বিভাগ দোহাজারী রেঞ্জের উদ্যোগে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে চন্দনাইশ উপজেলা পুকুরপাড়ে চালতা গাছ রোপনের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। গত ১৬ জুলাই সকালে বৃক্ষরোপণ কর্মসূচীতে সভাপতিত্ব করেন রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দিন এলাহী। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, মাস্টার আহসান ফারুক, প্রেসক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, বিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, আবদুস সাত্তার, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, সাংবাদিক যথাক্রমে আবু তালেব আনসারী, মো. নুরুল আলম, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আরফাত হোসেন, এমএ মহসিন প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধনকালে নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর কর্মসূচীর অংশ হিসেবে চন্দনাইশে ফলদ ও বনজ ২০ হাজার ৩২৫টি গাছ ১৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা পুকুরপাড়ে চালতা, নিম, আম, কাঁঠালসহ ২০টির অধিক ফলদ ও ঔষুধি গাছ রোপনের মধ্যদিয়ে সবাইকে গাছের চারা রোপনে অংশগ্রহণ করার আহবান জানান। সে সাথে প্রত্যেক নাগরিককে তাদের আঙ্গিনায় কমপক্ষে ১টি করে ফলদ ও বনজ গাছের চারা রোপনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়কে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান।
উপজেলা কৃষি অধিদপ্তর : গত ১৬ জুলাই সকালে কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকারের সভাপতিত্বে কৃষি বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দিন এলাহী, মাস্টার আহসান ফারুক, প্রেসক্লাব সভাপতি মো. দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, বিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমান, আবদুস সাত্তার, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী প্রমুখ।
চন্দনাইশ প্রেস ক্লাব : গত ১৬ জুলাই সকালে উপজেলা সদরে চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন রেঞ্জ কর্মকর্তা মো. জসিম উদ্দিন এলাহী, আ’লীগ নেতা মাষ্টার আহসান ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মদ এরশাদ, সাবেক চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বেগ, কৃষকলীগ নেতা নবাব আলী, সাংবাদিক যথাক্রমে আবু তালেব আনসারী, মো. নুরুল আলম, মো. আজিমুশ শানুল হক দস্তগীর, জাহাঙ্গীর আলম চৌধুরী, মো. আরফাত হোসেন, এমএ মহসিন প্রমুখ।
চন্দনাইশ থানা প্রশাসন : গত ১৬ জুলাই সকালে থানা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন, সহকারী পুলিশ সুপার আনোয়ারা (সার্কেল) মো. মফিজ উদ্দিন। এ সময় থানা অফিসার ইনচার্জ কেশব চক্রবর্ত্তী, ইন্সপেক্টর (তদন্ত) মজনু মিয়া, এস আই মো. মোজাম্মেল হকসহ, পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় চন্দনাইশ থানা ক্যাম্পাসে ৫ শতাধিক ফলদ ও ঔষধি গাছ রোপন করা হয়।
চন্দনাইশ উপজেলা কৃষকলীগ: সবুজ বাংলাদেশ গড়ার লক্ষে চন্দনাইশ উপজেলা কৃষক লীগের পক্ষ থেকে দোহাজারী উচ্চ বিদ্যালয়ে গাছের চারা রোপন ও বিতরণ করেছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা কৃষক লীগের সভাপতি মাস্টার হুমায়ুন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, দক্ষিণ জেলা আ.লীগ নেতা আতিকুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক নবাব আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, কৃষক লীগ নেতা যথাক্রমে বাদশা মিয়া, আবুল কালাম বানু, মো. ফরিদ, বদিউল আলম প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ দোহাজারী জামিজুরি উচ্চ বিদ্যালয়ে একটি ফলদ গাছের চারা রোপন করেন। পরে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিদের মাঝে ৩ হাজারের অধিক ফলদ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করেন।