চন্দনাইশে প্রতিপক্ষের হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

28

চন্দনাইশে পৈত্রিক সম্পত্তির উপর ঘর নির্মাণ করতে বাধা সৃষ্টি ও বার বার হামলা, মামলা ও প্রতিপক্ষের হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মো. নজিম উদ্দিন নামে এক ব্যক্তি। গত রবিবার কেরানীহাট স্টেশনে বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটির অফিসে তিনি এই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এক শ্রেণির স্বার্থান্বেষী মহল বহিরাগত লোক ভাড়া করে এনে আমাদের দোহাজারীর জামিজুরি এলাকার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টায় বার বার হামলা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর এলাকার মৃত মোবারক আলীর ছেলে মো. আয়ুব আলী, মৃত আব্দুল মোতালেবের ছেলে মাছুম ও মিসকাত, এজহার মিয়ার ছেলে রাশেদ ও আবু জাফরের স্ত্রী তাহেরার যোগসাজশে ভাড়া করা বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে লাঠিসোটাসহ বিভিন্ন দেশিয় অস্ত্র নিয়ে মধ্যযুগীয় কায়দায় আমাদের উপর অতর্কিত হামলা চালায়। তাদের এই হামালায় আমাদের পরিবারের অনেক সদস্য প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হয়। গত ২৫ ডিসেম্বর ‘রাস্তা বন্ধ করে ঘর নির্মাণের চেষ্টা, চন্দনাইশে প্রতিপক্ষের লোকজনের হামলায় মহিলা’সহ আহত ৫’ শীর্ষক শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে। এই সংবাদ সম্পূর্ণ আমাদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে। বরং আমরাই প্রতিপক্ষের হামলা ও মামলার ভয়ে আমরা নিজেদের ঘরেও প্রবেশ করতে পারছিনা। আমরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সমাজবদ্ধ হয়ে বাস করতে এবং সকল প্রকার মামলা-হামলা থেকে পরিত্রাণ পেতে স্থানীয় সাংসদ নজরুল ইসলাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী ও থানা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করছি। বিজ্ঞপ্তি