চন্দনাইশে দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্তর জন্মবার্ষিকী পালিত

9

প্রখ্যাত কংগ্রেস নেতা, কলকাতার সাবেক সিটি মেয়র, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত’র ১৩৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার চন্দনাইশে বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয় ও দেশপ্রিয় খেলাঘর আসরের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, বিশেষ অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন বরমা ত্রাহি-মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি এডভোকেট কবি শেখর নাথ পিন্টু।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ হ ম সৈয়দ হোসেনের সভাপতিত্বে ও দেশপ্রিয় খেলাঘর আসরের সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সাজেদা সুলতানা, সুবল দেব, শ্রীকান্ত বৈদ্য, শিক্ষক সমীরণ কুমার দত্ত, গোপাল বিশ্বাস, কাঞ্চন চক্রবর্তী, নুরুল হোসেন, হালিমা বেগম, শিউলি দাশ, শর্বরী দে, আমিনুল ইসলাম, শিক্ষক পম্পী দাশ, সাইফুল ইসলাম, কালীচরণ রায়, মাওলানা মুহাম্মদ আজিজুর রহমান, জুয়েল শীল, উত্তম কুমার বড়ুয়া, লিটন সেনগুপ্ত বাবু, অপু কুমার দেব, টিটন দাশ, সৈয়দ হাসান, ওয়াসিম উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি