চন্দনাইশে দুর্গাপূজার প্রতিমা বিসর্জন

22

চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের ১শ ২৩টি পূজামÐপের মধ্যে ৯১টি মন্দিরে প্রতিমা বিসর্জন দেয়া হয়। গত মঙ্গলবার সকাল থেকে মন্ডপে মন্ডপে বাজে বিদায়ী সুর। ষোড়শ উপাচারে দশমীর বিহিত পূজা, দর্পন বিসর্জন, শাস্ত্রীয় আচার, দেবীর চরণে অঞ্জলি নিবেদন, দেশ-জাতি, ব্যক্তিগত ও পরিবারের সুখ, শান্তি, মঙ্গল কামনায় ব্যস্ত ছিলেন পূজার্থীরা। চন্দনাইশে শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে। প্রতিমা নিরঞ্জন নির্বিঘ্নে সম্পন্ন করতে চন্দনাইশ থানা কর্তৃপক্ষ পৃথক পৃথক পুলিশ টিম গঠন করে, বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করেন। তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। নিয়মিত পুলিশ, নারী পুলিশ সদস্যসহ সাদা পোশাকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ফলে চন্দনাইশে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে দুর্গাপূজার দশমীতে প্রতিমা বিসর্জন দেয়া হয়েছে। শঙ্খ নদীর বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন মন্দিরের পাশে পুকুরে জলাশয়ে প্রতিমা বিসর্জন দেয়া হয়।