চন্দনাইশে দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে জরিমানা

12

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশে ইউপি নির্বাচনী প্রচারণায় আচরণবিধি লঙ্ঘন করায় ২ চেয়ারম্যান প্রার্থীসহ ৯ জনকে ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৩১ ডিসেম্বর বিকালে উপজেলার কাঞ্চনাবাদ এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও একিউটিভ ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন।
এ সময় তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় কাঞ্চনাবাদ ইউনিয়নে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অ্যাড. আবু ছালেহকে ১ হাজার, একই ইউনিয়নের আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুল শুক্কুরকে ১ হাজার, সাধারণ সদস্য প্রার্থী মো. শহিদুল ইসলাম, মো. ফরিদুল হক, মো. খোরশেদ আলম, মো. মতিউর রহমান, মো. সেকান্দর আলী এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী লাকী আকতার ও শামসুর নাহারকে ৫০০ টাকা করে ৯ জনকে মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট মাহফুজা জেরিন বলেন, এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। একই সাথে সকল প্রার্থীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধি মেনে প্রচার-প্রচারণা কার্যক্রম চালানোর অনুরোধ জানান তিনি।