চন্দনাইশে থানা পুলিশের অভিযানে আটক ৩

9

চন্দনাইশ থানা পুলিশ দোহাজারী পৌরসদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ ২ জন এবং ১ জন সিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ৩ জনকে আটক করেছে। গত ২ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টা ও গত ১ অক্টোবর রাতে পুলিশ পৃথক এ অভিযান চালায়। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশ গত ২ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে দোহাজারী পৌর সদরস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে চট্টগ্রামমুখী একটি পিকআপ (নং- ঢাকা মেট্রো-ন- ১৮-৩৩২৯) তল্লাশী চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় ২ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো বরিশাল জেলার কাজিরহাট থানার মো. বারেকের ছেলে মো. সুজন চাপরাশি (৩০) ও নীলফামারী জেলার নীলফামারী সদর থানার মো. আবদুল লতিফের ছেলে মো. নবীউল ইসলাম প্রকাশ রিজু (২৮)। এ ঘটনায় পিকআপটিও জব্দ করে পুলিশ। এব্যাপারে পুলিশ বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় একটি মামলা দায়ের করেন। এরআগে গত ১ অক্টোবর উপজেলার দোহাজারী মাস্টারঘোনা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মৃত ফজল আহমদের ছেলে সিআর পরোয়ানাভুক্ত আসামী আমির হোসেন (৪৮) কে আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন সরকার।