চন্দনাইশে তিন দাখিল পরীক্ষার্থী বহিষ্কার

34

চন্দনাইশের জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় ৩ পরীক্ষার্থীকে বহিষ্কার ও ৮ শিক্ষককে পরিদর্শকের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার গণিত পরীক্ষা চলাকালীন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমেদ কেন্দ্র পরিদর্শনে গিয়ে এ আদেশ দেন। জানা যায়, পরীক্ষাকেন্দ্রে এন্ড্রয়েট মোবাইল ফোন ব্যবহার করে প্রশ্নের ছবি তুলে ম্যাসেঞ্জারের মাধ্যমে বাইরে পাঠান জাফরাবাদ মাদ্রাসার পরীক্ষার্থী মো. আরমান উদ্দীন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে হাতে-নাতে মোবাইলসহ আটক করে বহিষ্কার এবং থানার অফিসার ইনচার্জকে মামলা করার নির্দেশ দিয়ে থানা হাজতে প্রেরণ করেন। তাছাড়া নকল করার অপরাধে জাঁহাগিরিয়া সুন্নিয়া মাদ্রাসার পরীক্ষার্থী মো. ফাহিম ও জাফরাবাদ মাদ্রাসার পরীক্ষার্থী মো. ওসমানকে বহিষ্কার করা হয়।
অপরদিকে একই কেন্দ্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রে দায়িত্বরত পর্যবেক্ষক পাঠানদন্ডী মাদ্রাসার শিক্ষক মোরশেদুল হক, চাগাচর মাদ্রাসার শিক্ষক নুরুল হাকিম, খাগরিয়া মাদ্রাসার শিক্ষক দেলোয়ার হোসেন, কানাইমাদারী মাদ্রাসার শিক্ষক রুহুল আমিন, সাতবাড়িয়া শাহ্ আমানত মাদ্রাসার শিক্ষক এমএ জলিল, ভান্ডীরী পাড়া খলিল বদিউজ্জামান মাদ্রাসার শিক্ষখ ইদ্রিস বেলালী, জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. নুরুল আমিন ও আব্দুল মাজেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। সংবাদের সত্যতা নিশ্চিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) নিজাম উদ্দীন আহমেদ।