চন্দনাইশে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন

12

চন্দনাইশ প্রতিনিধি

‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক শিরোনামে চন্দনাইশে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর গাছবাড়িয়া সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৪ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম চৌধুরী। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিমরান মোহাম্মদ সায়েক, চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যাপক রনজিত কুমার দত্ত, সহকারী অধ্যাপক সুব্রত বরণ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা জাফর আলী হিরু, আ.লীগ নেতা আহসান ফারুক, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন চৌধুরী, এম. লোকমান হাকিম, সাইফুল ইসলাম শিপন, আখতারুজ্জামান রবিউল, উপজেলা ছাত্রলীগ নেতা জাহেদ, ওয়াহিদ, সম্রাট, নিশান, সাকিব প্রমুখ। এবারের মেলায় ৩১টি স্টলে সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করেন কর্মকর্তা-কর্মচারীরা।
প্রধান অতিথি বলেন, এরকম ডিজিটাল উদ্ভাবনী মেলা আয়োজনের ফলে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন দপ্তরের সেবা সম্পর্কে অবহিত হন এবং সহজে ডিজিটাল সেবা পেয়ে উপকৃত হন।