চন্দনাইশে জনতার তাড়া খেয়ে পালালো বালু উত্তোলনকারী

20

চন্দনাইশের দিয়াকুল, সাতকানিয়ার বাজালিয়া এলাকায় শঙ্খনদীতে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে ড্রেজার মেশিন নিয়ে পালালো ২ বালু উত্তোলনকারী। গত ৪ ডিসেম্বর দুপুরে উপজেলার শঙ্খ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এ ঘটনা ঘটে। স্থানীয়ভাবে জানা যায়, দীর্ঘদিন ধরে স্থানীয় বালুদস্যুরা শঙ্খনদীর চন্দনাইশের দিয়াকুল, সাতকানিয়ার বাজালিয়া পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সরবরাহ করে আসছিল। এতে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে শঙ্খনদীর দু’পাড়ে নির্মিত প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়ে। গত ৪ ডিসেম্বর দুপুরে সাবেক দোহাজারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল­াহ আল নোমান বেগ, বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাপস দত্ত, পুরানগড় ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুল আলমের নেতৃত্বে একদল জনতা শঙ্খনদীর পাড়ে গিয়ে বালু উত্তোলনকারীদের ধাওয়া করে। এ সময় বালু উত্তোলনকারীরা ড্রেজার মেশিন নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়। পুরানগড় আ’লীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান, বাজালিয়া যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনছুর আলী, দিয়াকুলের সমাজসেবক মহিউদ্দীন, স্থানীয় ইউপি সদস্যসহ শত শত লোক উপস্থিত থেকে বালু উত্তোলন বন্ধ করে দেয়। ফলে শঙ্খ নদীর ভাঙ্গন থেকে রক্ষা পাবে এ দুই এলাকার বাসিন্দারা।