চন্দনাইশে কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

5

চন্দনাইশ প্রতিনিধি

আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হিসেবে কৃষকদের সহজ শর্তে কৃষি ঋণ, বিনামূল্যে প্রতি মৌসুমে বীজ, সার বিতরণ, কৃষি প্রণোদনা, কৃষি উপকরণ দিয়ে যাচ্ছে। ফলে কৃষি নির্ভর বাংলাদেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এখন আর কৃষকদের সারের জন্য যুদ্ধ করতে হয় না। সময়মত সরকারি সহযোগিতা পেয়ে কৃষকেরা উপকৃত হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হচ্ছে। বাংলাদেশ কৃষি প্রদান দেশ হিসেবে কৃষকদের সুযোগ সুবিধা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। গত ৬ এপ্রিল চন্দনাইশের ১২শ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণকালে তিনি এসব কথা বলেন। চন্দনাইশ কৃষি অধিদপ্তরের ব্যবস্থাপনায় ১২শ প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি আউশী বীজ, ২০ কেজি বিএপি, ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। ইতোমধ্যে ৫ সহাস্রাধিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে এসকল বীজ ও সার বিতরণ করে আসছে সরকার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, চেয়ারম্যান যথাক্রমে আহমুদুর রহমান, আবদুর রহিম চৌধুরী, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি এড. মো. দেলোয়ার হোসেন, কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, মৎস কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দীন, তথ্য কর্মকর্তা শাপলা সুলতানা, সমবায় কর্মকর্তা হাবিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রতন কুমার রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত হোসেন, নবাব আলী, মো. এরশাদ, সৈকত দাশ ইমন, শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম শিপন, সিরাজুল ইসলাম কাফি প্রমুখ।