চন্দনাইশে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

14

চন্দনাইশ প্রতিনিধি

খরিপ-২/২০২২-২৩ মৌসুমে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন আলহাজ নজরুল ইসলাম চৌধুরী এমপি। গত ২৭ জুন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ শতাধিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণকালে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার হিসেবে কৃষকদের ভাগ্য উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে বাস্তবায়ন করে যাছে। তার ধারাবাহিকতায় চন্দনাইশের প্রান্তিক ক্ষুদ্র কৃষকের মাঝে বিভিন্ন সময় বিনামূল্যে সার, বীজ, কিটনাশক ও কৃষি উপকরণ বিতরণ করে থাকে। কৃষি উন্নয়নের জন্য উপজেলার বিভিন্ন খাল গুলো কোটি কোটি টাকা ব্যায়ে সংস্কার করছে। কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ দিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশ খাদ্য স্বংয়সম্পন্ন দেশ হিসেবে স্বীকৃতি লাভ করেছে। চন্দনাইশ কৃষি অধিপ্তরের উদ্যোগে বীজ ও সার বিতরণ অনুষ্টান উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল জব্বার চৌধূরী, পৌরমেয়র মাহাবুবুল আলম খোকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গালিব চৌধুরী, থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা প.প. কর্মকর্তা ডা. রুমা ভট্টাচার্য্য, কৃষি কর্মকর্তা স্মৃতি রাণী সরকার, স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার। নবাব আলীর সঞ্চালনায় আলোচনায় অংশ নেন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে- খোরশেদ আলম টিটু, আবদুল শুক্কুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমরান হোসেন প্রমুখ।