চন্দনাইশে কিশোরীদের বয়ঃসন্ধিকাল বিষয়ক সভা

94

চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে পল্লী প্রগতি সংস্থা, কারিতাস ও ব্র্যাকের যৌথ উদ্যোগে গত ২৪ এপ্রিল দুপুরে কিশোরীদের বয়ঃসন্ধিকাল বিষয়ক কর্মসূচি-২০১৯ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিবেদিতা চাকমা। পিপিএস’র নির্বাহী পরিচালক ও এনজিও সমন্বয় পরিষদের সভাপতি নুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেশব চক্রবর্ত্তী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গীতা চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মতিন, চন্দনাইশ হাসপাতালের চিকিৎসক রাজীব বিশ্বাস। সিনিয়র শিক্ষক শাহজাহান আজাদের সঞ্চালনায় আলোচনায় আরো অংশ নেন সাংবাদিক মুহাম্মদ এরশাদ, মো. কমরুদ্দিন, কারিতাসের মাঠ কর্মকর্তা পেট্রিক গোমেজ, সহকারী মাঠ কর্মকর্তা জাসিন্তা দাশ, ভিনসেন্ট ত্রিপুরা, ব্র্যাকের য²া নিয়ন্ত্রণ কর্মসূচীর ম্যানেজার মো. বাবুল মিয়া, শাখা ব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম, মিতা বড়–য়া প্রমুখ।