চন্দনাইশে কারাতে প্রশিক্ষণ উদ্বোধন

9

চন্দনাইশে ‘অর্গানাইজেশন ফর উইমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (ওডেব)’ এর আয়োজনে দাতাসংস্থা ‘দিয়াকুনিয়া’র সহযোগিতায় ওডেব’র আয়োজনে প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় ডায়াকোনিয়া বাংলাদেশ-র সহায়তায়, জেন্ডার জাসটিস প্রকল্পের অধীনে ‘আমাদের নিরাপত্তা আমাদের অধিকার’ এ শ্লোগান নিয়ে রবিবার শুরু হয়েছে কিশোরীদের আত্মরক্ষার কৌশল কারাতে প্রশিক্ষণ কর্মসূচি। প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ, কৃষিবিদ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, থানার উপ-পরিদর্শক হিরু বিকাশ দে, কানাইমাদারী ডক্টর অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, চন্দনাইশ উপজেলা শিল্পকলা একাডেমির সদস্য নারীনেত্রী সঞ্চিতা বড়–য়া, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোহাম্মদ আবু তাহের, বরকল ইউপি সদস্য আয়েশা আকতার আজাদী, সাবিনা ইয়ামিনন ও বরমা ইউপি সদস্য শামসুন্নাহার বেগম। পিও রতন দাশের সভাপতিত্বে এবং এও মো. মাহমুদুল হক ও ফয়জুল হাকিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিও লাবণ্য মুৎসুদ্দি। এতে প্রশিক্ষণ পরিচালনা করছেন শাওলিন কুংফু ও উশু একাডেমির পরিচালক ও প্রধান প্রশিক্ষক মুহম্মদ মহসিন পারভেজ। বিজ্ঞপ্তি